সারাদেশ

৫২ বছরের বাকপ্রতিবন্ধী নারীকে জবাই করে হত্যা

মোঃ জুয়েল রানা :


নাছিমা বেগম নামে ৫২ বছরের এক বাকপ্রতিবন্ধী নারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কুমিল্লার তিতাস উপজেলায় ঘটনাটি ঘটেছে সোমবার (২৪ জুলাই) ভোর আনুমানিক ৫ টায় উপজেলার শোলাকান্দি কেন্দ্রীয় ঈদগা সংলগ্ন আলী আজগরের বাড়িতে। নিহত বাকপ্রতিবন্ধী নাছিমা আক্তার শোলাকান্দি গ্রামের আলী আজগরের স্ত্রী।

নিহতের স্বামী আলী আজগর বলেন, রাতে দুজনেই এক সাথে ঘুমিয়ে ছিলাম, কখন সে বের হয়েছে আমি বলতে পারবো না।

অন্যদিকে নিহতের ছোট ছেলে হাসান বলেন, আমার বাবা ও মা আমাদের দোকান ঘরে থাকে এবং আমি ও আমার এক প্রতিবেশী ভাতিজা আলাদা ঘরে থাকি। সোমবার ভোর আনুমানিক সোয়া পাঁচটার দিকে মায়ের চিৎকার শুনতে পেয়ে আমি ঘর থেকে বের হয়ে দেখি বাথরুমের পাশে পরে মা ছটপট করছে। তখন আমি চিৎকার করলে প্রতিবেশীরা দৌড়ে এসে বাবাকে ঘুম থেকে উঠায় এবং মাকে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে জানতে পারি মায়ের গলা কাটা এবং পেটে ছুরিকাঘাত করা হয়েছে। পরে কর্মরত চিকিৎসক আমার মাকে মৃত ঘোষনা করেন।

খবর পেয়ে তিতাস থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশ থানায় নিয়ে আসে।

এবিষয়ে তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুধীন চন্দ্র দাস বলেন বিষয়টি খুবই মর্মান্তিক ঘটনা, তবে হত্যা কান্ডে জরিতদের গ্রেপ্তার করতে আমরা কাজ করছি।

Related Articles

Back to top button