জাতীয়

১৫ নভেম্বর থেকে চালু হচ্ছে ভারতীয় টুরিস্ট ভিসা

অনলাইন নিউজ ডেস্ক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, আগামী ১৫ নভেম্বর থেকে ভারতের টুরিস্ট ভিসা চালু হবে। ১২০ দিনের জন্য ভিসা প্রদান করা হবে এবং টুরিস্টরা ৩০ দিন ভারতে অবস্থান করতে পারবেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে স্ত্রীসহ ভারতে যাওয়ার আগে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

এ সময় আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণে সমস্যা সম্পর্কে তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থ পরিশোধের জটিলতা থাকায় কাজ আপাতত বন্ধ রয়েছে। তবে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে এ নিয়ে আলোচনা চলছে। দ্রুত সময়ের মধ্যে এ সমস্যা সমাধান হবে।

এসময় তাকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান।

Related Articles

Back to top button