রাজনীতিসোনারগাঁয়ের খবর

হাজারো নেতা-কর্মী নিয়ে বঙ্গবন্ধুর মাজার জিয়ারতে করলেন সোনারগাঁ উপজেলা আ’লীগ

নিজস্ব প্রতিবেদক:


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজার জিয়ারত করলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতৃবৃন্দ ও নৌকা প্রতিকে নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
শনিবার ১২ ই আগস্ট দুপুরে হাজারো নেতা-কর্মীদের নিয়ে জাতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজার প্রাঙ্গণে পুষ্পমাল্য অর্পন শেষে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক কায়সার হাসনাত, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের ডায়নামিক লিডার তরুণ্যের আইকন মারুফুল ইসলাম ঝলক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদ আক্তার ফেন্সি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, যুগ্ম সম্পাদক আসাফুজ্জামান, ইউপি চেয়ারম্যান জাহিদ হাডান জিন্নাহ, লায়ন বাবুল, আল আমিন সরকার, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ছগির আহমেদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, আবু সাইদ, সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়জুল হাসান বাবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সোনারগাঁ থানা যুবলীগের সহ-সভাপতি আরমান আহমেদ মেরাজ, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মামুন আহম্মাদ রাশেদ স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম রফিক, মামুন সিরাজসহ আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।।

Related Articles

Back to top button