দ্বাদশ সংসদ নির্বাচন পরবর্তী নারায়ণগঞ্জ-৩, আসন সোনারগাঁ উপজেলাকে স্মার্ট সোনারগাঁ বিনির্মানের লক্ষ্যে উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে স্থানীয় সংবাদকর্মী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল্লাহ্ আল-কায়সার হাসনাত মতবিনিময় ও আলোচনা সভা করেছেন।
আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় সোনারগাঁ রয়েল রিসোর্টের হলরুমে শুরু হয় এই মতবিনিময় সভা।
এ সময় সংসদ সদস্য আবদুল্লাহ্ আল-কায়সার হাসনাত তার বক্তব্যে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ও গত ০৭ জানুয়ারি, ২০২৪ইং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে নৌকা মার্কায় বিপুল ভোটে নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে সবার কাছে তিনি মতামত চান যে, আগামী পাঁচ বছরে সোনারগাঁকে আপনারা কোথায় নিয়ে যেতে চান? এই প্রশ্নের জবাবে উপস্থিত মন্ডলীর দেয়া মতামত সাংসদ আবদুল্লাহ্ আল-কায়সার হাসনাত মনযোগ দিয়ে শোনেন এবং নোট করেন।