সোনারগাঁয়ের খবর
সোনারগাঁ শাখা হেফাজত সভাপতিসহ প্রধান ৪ আসামী গ্রেফতার করেছে র্যাব-১১
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :
গ্রেফতারকৃতরা হলো, হেফাজতে ইসলাম বাংলাদেশ সোনারগাঁ শাখার সভাপতি ও মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন খাঁন ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের (নিয়োগ বিহীন) ইমাম মাওলানা ইকবাল হোসেন ও তাদের ২ সহযোগী সহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃত অন্য দুইজন হলো, মোয়াজ্জেম হোসেন ও শাহজাহান শিবলী।
সোনারগাঁয়ে হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের রয়েল রিসোর্টকাণ্ডে হামলা, ভাঙচুর, মহাসড়কে অগ্নিসংযোগ-অবরোধ ও সরকারী কাজে বাধাসহ বিভিন্ন অপরাধে দায়ের করা মামলায় রোববার গভীর রাতে রাজধানীর জুরাইন থেকে র্যাব-১১’র সদস্যরা তাদের গ্রেফতার করে।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) খন্দকার তবিদুর রহমান তাদেরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে।