সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন।
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :
দেশের ৫০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসন এর উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস সুবর্ণজয়ন্তী ২০২১ নানা আয়োজনের মধ্যে উদযাপন করেছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে সরকারি নির্দেশনা অনুযায়ী সীমিত পরিসরে জাতীয় পতাকা উত্তলন, উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সোনারগাঁ উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
অন্যদিকে, ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা কমান্ড, প্রেসক্লাব, সোনারগাঁ থানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মজনু পার্কের স্বাধীনতা স্তম্ভে শহীদদের স্মরনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।