সোনারগাঁয়ে ৯ শত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন দাইয়ান মেম্বার।
মাজহারুল রাসেল, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের ৯শত পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন মোহাম্মদ দাইয়ান সরকার (বারদি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৯ নং ওয়ার্ডের মেম্বার)।
আজ সোমবার ৩ মে ২০২১ সকাল ১০: ৩০ মিনিটে মোহাম্মদ দাইয়ান সরকার মেম্বারের নিজস্ব অর্থে বারদি ইউনিয়নের ৯নংওয়ার্ডের সেনপাড়া, চাঁন্দেরপাড়া, মিছরিপাড়া,মারগুন্ডিপাড়া ও মঠের পুকুরপাড় গ্রামের অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ৯ শত শাড়ি, লুঙ্গি ও থ্রি-পিস বিতরন করেন। এ সময় তিনি সকলকে মুখে মাস্ক পরিধান সহ বেশি বেশি সাবান দিয়ে হাত ধোঁয়া ও শারীরিক দূরত্ব বজায় রেখে চলার অনুরোধ করেন এবং মহান আল্লাহর কাছে মহমারি করোনা ভাইরাস থেকে সমগ্র পৃথিবীকে হেফাজত করার জন্য দোয়া করেন।পাশাপাশি তিনি বিত্তবানদের অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
দাইয়ান মেম্বার জানান, এই রমজানের ঈদে পর্যায়ক্রমে তার নিজস্ব তহবিল থেকে তার নিজস্ব ওয়ার্ডে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করবেন।