গত ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে নির্বাচিত সংরক্ষিত মহিলা ও সাধারণ পুরুষ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাচিত ইউপি সদস্যদের হাতে ফুল দিয়ে বরণ করার মাধ্যম্যে শপথ করা হয়। ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী তাদের শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।