পুলিশ
সোনারগাঁয়ে ৪৭ পিস ইয়াবা ও বিক্রির টাকাসহ এক মাদক কারবারী গ্রেফতার
সোমবার ভোরে উপজেলার সাদিপুর ইউনিয়নের অলিপুরা ব্রিজের পাশে বেলপাড়া তিন রাস্তার মোড় থেকে মোজাম্মেল (২৮) নামের ওই মাদক কারবারীকে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোজাম্মেল সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের মারবদী গ্রামের মৃত আঃ জলিলের ছেলে।
তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ জানান, সোমবার ভোরে তার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুরের বেলপাড়া তিন রাস্তার মোড়ে অভিযান চালানো হয়। এ সময় তাকে গ্রেফকার করা হয়। মাদক
ব্যবসায়ী মোজাম্মেল ইয়াবা নিয়ে বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়।
এ ঘটনায় এস আই তোফাজ্জল বাদী হয়ে সোনারগাঁ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।