সোনারগাঁয়ের খবর
সোনারগাঁয়ে সাড়ে চার হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গরিব অসহায় ও খেটে খাওয়া সাড়ে চার হাজার পরিবারের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে ছিল- পোলাও চাল, ডাল, তেল, আলু, চিনি, দুধসহ দুই ধরনের উন্নত মানের সেমাই ।
আজ (২৮এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী স্কুল ও কলেজ মাঠে ছাত্রলীগ ও যুবলীগের ২০০ স্বেচ্ছাসেবীর সহযোগিতায় মানবতার ফেরিওয়ালা খ্যাত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নিজ হাতে এসব উপহার সামগ্রী বিতরণ করেন৷
এসময় উপস্থিত ছিলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ, উপজেলা পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ মোল্লা, যুগ্ম আহবায়ক ডক্টর আতিকুল্লাহ, মাসুম বিল্লাহ প্রমুখ।