সোনারগাঁয়ের খবর
সোনারগাঁয়ে সাবেক এমপি কায়সারের ঈদের উপহার বিতরণ
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২৫০০ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের উদ্যোগে দিনব্যাপী এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার সকালে উপজেলার মোগরাপাড়া বাজারে, দুপুরবেলা কাইকারটেক এলাকায় ও বিকেলে পাঁচপীর দরগাহ এলাকায় এই সব উপহার সামগ্রী বিতরণ করেন।
এসময় সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের সাথে ছিলেন, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু ও সোনারগাঁ থানা যুবলীগের সহসভাপতি আরমান মেরাজ প্রমূখ।