সোনারগাঁয়ের খবর
সোনারগাঁয়ে যাত্রী ছাউনির না থাকায় চরম ভোগান্তি ঢাকাগামী যাত্রীদের
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :
- আবারও করোনা বৃদ্ধি পাওয়ায় যাত্রী পরিবহনে ৫০ শতাংশ আসন খালি রাখার নির্দেশনা দিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন ও যাত্রী ছাউনি না থাকায় সোনারগাঁয়ে চরম ভোগান্তিতে পড়েছে ঢাকাগামী যাত্রীরা।
বুধবার সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডে দেখা যায়, ৫০ শতাংশ আসন খালি রেখে বাস ছাড়ায় দিনভর অতিরিক্ত যাত্রীর চাপে পড়েছেন বাস কাউন্টারগুলো। সেজন্য যাত্রীদের আগের তুলনায় ৬০% ভাড়াও বেশি গুনতে হচ্ছে।
দোয়েল ও স্বদেশ বাস কাউন্টারে দেখা যায় যাত্রীদের দীর্ঘলাইন। দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে থেকে অনেকই অসুস্থ হয়ে পরেছেন। কোন যাত্রী ছাউনি না থাকায় চরম ভোগান্তি ও কষ্ট করতে দেখা গেছে নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থদের।
লাইনে দাড়িয়ে থাকা নূর এ আলম নামের একজন যাত্রী বলেন, আমাদের ঐতিহ্যবাহী এই সোনারগাঁয়ের মতো যায়গায় বাসস্ট্যান্ডে কোন যাত্রী ছাউনি নাই এটা মেনে নেয়া যায়না। আমি ক্ষোভ প্রকাশ করছি। অবিলম্বে ফুটপাত দখলমুক্ত করে যাত্রী ছাউনি নির্মানের দাবি জানাচ্ছি।