সোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে (যাদুঘর) অবস্থিত জাতির পিতার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে ১৫ আগস্টে শাহাদাত বরণকারী তার পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে শোকদিবসের কর্মসূচি শুরু করা হয়। পরে সোনারগাঁ উপজেলা চত্বরে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা, দোয়া ও গণভোজের মধ্যমে শোক দিবস পালন করেন।

এ সময় নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, উপজেলা প্রশাসন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি এবং অঙ্গ-সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

Related Articles

Back to top button