সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরী প্রতাপের চর এলাকায় একটি মুদি দোকানে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের তালা ভেঙ্গে নগদ টাকাসহ দেড় লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
দোকানের মালিক বেলাল হোসেন জানান, মেঘনার মতো শিল্পাঞ্চল এলাকায় বসুন্ধরাগ্রুপের শাহাজালাল মিল গেইটের সামনে এই মুদি দোকান পরিচালনা করে আসছিলাম। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। সকাল বেলা দোকানে এসে দেখেন সাটারের তালা ভাঙ্গা। এসময় তিনি দোকানে প্রবেশ করে দেখেন দোকানের মালামাল এলোমেলো। পরে দেখতে পান দোকানের ক্যাশ ভাঙ্গা। তখন তিনি চুরির বিষয়টি নিশ্চিত হয়ে আশপাশের লোকজনকে ডেকে বিষয়টি জানান। পরে সেখানে লাগানো একটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখেন মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে চোরেরা একটি ট্রাক নিয়ে এসে দোকানের সাটারের তালা ভেঙ্গে দোকানে থাকা নগদ টাকা, চাউল, ডালসহ দেড় লাখ টাকা মুল্যের মুল্যবান জিনিসপত্র চুরি করে ট্রাকে তুলে পালিয়ে যান।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, চুরির ব্যাপারে শুনেছি কিন্তু এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।