সোনারগাঁয়ের খবর
সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা পেল অর্ধশত নিম্ন আয়ের শ্রমজীবী পরিবার
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুম প্রধানমন্ত্রীর তহবিল থেকে এই অর্থ বিতরণ করছেন।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাবের ফলে জীবন রক্ষার্থে স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে। ফলে নিম্ন আয়ের শ্রমজীবীরা অসহায় এবং কিছু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীনতা ও আয়ের সুযোগ কমে আসার প্রভাব থেকে দেশের অতিদরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রম নেওয়া হয়েছে।
তারই অংশ হিসেবে রােববার সকালে উপজেলার পিরােজপুর ইউনিয়নে অবস্থিত মেঘনা শিল্প নগরী স্কুল মাঠে প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রাপ্ত অর্থ ৫০ টি হত দরিদ্র পরিবারের মাঝে সরকারি নির্দেশনা মেনে ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করছেন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম চেয়ারম্যান।