নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিজয় বাংলা মিডিয়া লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকাপোস্ট.কম’ এর উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট সারাদেশের উন্নয়ন কর্মকাণ্ড, কৃষি, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, রাজনৈতিক বিষয়ে সংবাদ মানুষের কাছে তুলে ধরবে এবং সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমে নতুনত্ব এনে দেশ গঠনে ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, প্রথম আলোর প্রতিনিধি মনিরুজ্জামান মনির, সোনারগাঁ থানা প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের প্রতিনিধি গাজী মোবারক, সাধারণ সম্পাদক ও আমাদের সময়ের প্রতিনিধি খাইরুল ইসলাম, সোনারগাঁও প্রেসক্লাবের সহ সভাপতি ফজলে রাব্বি সোহেল, দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি ও সোনারগাঁও প্রেসক্লাবের সদস্য রবিউল হুসাইন, ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি হারুন রশীদ, ঢাকা পোস্টের গজারিয়া প্রতিনিধি শাহাদাত হোসেন, অধিকার পত্রিকার প্রতিনিধি নজরুল ইসলাম শুভ, বিবিসি প্রেসের সম্পাদক জহিরুল ইসলাম সিরাজ, রুদ্র বার্তার প্রতিনিধি শামসুল আলম তুহিন, খোলা কাগজের প্রতিনিধি কামরুল ইসলাম, বাংলাদেশের খবরের প্রতিনিধি শাহ জালাল, সোনারগাঁও জি আর ইনস্টিটিউশনের ৯১ ব্যাচের আহবায়ক সেলিম আহমেদ, বিপ্লব, কবির আহমেদ প্রমূখ।