সোনারগাঁয়ে জন নিরাপত্তায় কঠোর অবস্থানে প্রশাসন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
কুমিল্লা ও চাঁদপুর ইস্যুতে কঠোর অবন্থানে রয়েছে সোনারগাঁ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। পূজাকে কেন্দ্র করে যাতে কোন আপত্তিকর ঘটনা না ঘটে সে জন্য সকাল থেকে উপজেলার বিভিন্ন পুজা মন্ডপে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। আনসার, পুলিশ, র্যাবের পাশাপাশি রয়েছে মাঠে রয়েছে বিজিপি। তারা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে তারা টহর দিচ্ছেন।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) গোলাম মোস্তফা মুন্না জানান, পুজা মন্ডপের বাড়তি নিরাপত্তা ও জননিরাপত্তার স্বার্থে সকাল থেকে বারদী, শান্তিরবাজার, সাদিপুর ও মোগরাপাড়াসহ বিভিন্ন এলাকায় পুলিশ, র্যাব ও বিজিপির সমন্বয়ে নিয়ে একটি মোবাইল কোর্টের টিম পরিচালনা করা হচ্ছে। সোনারগাঁয়ে কুমিল্লা ও চাঁদপুর ইস্যুতে কোন অপত্তিকর ঘটনা না ঘটে সেজন্য তারা কাজ করছে। আজ দশমী পুজার শেষ দিন। সন্ধ্যা ৬ টার মধ্যে মন্ডপগুলো বির্সজনের মাধ্যমে শেষ হবে পূজোর আনুষ্টানিকতা।