সোনারগাঁয়ের খবর
সোনারগাঁয়ে জনপ্রতিনিধিদের সংবর্ধনা দিলেন সাবেক এমপি কায়সার
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সোনারগাঁ উপজেলা ও ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সকল জনপ্রতিনিধিদের সংবর্ধনা দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত।
শনিবার সকালে সোনারগাঁ রয়েল রিসোর্টে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে। পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ২নং যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সঞ্চালনায় ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় আব্দুল্লাহ্ আল- কায়সার নব-নির্বাচিত সহ সকল জনপ্রতিনিধিদের ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেন।