সোনারগাঁয়ের খবর
সোনারগাঁয়ে ছেলের মৃত্যু শোকে পাঁচ মিনিট পর বাবার মৃত্যু
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একমাত্র ছেলের মৃত্যুর শোকে বাবাও মত্যুর কোলে ঢলে পড়েন পাঁচ মিনিট পর।
সোনারগাঁও পৌরসভার নয়ামাটি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮.৩৫ ছেলে মুজিবুর রহমানের (৬৫) মৃত্যুর পাঁচ মিনিট পরই মত্যুর কোলে ঢলে পড়েন বাবা মজিদ দারোগাও (৯০)। শুক্রবার সকালে তাঁদের দুজনকে এক সঙ্গেই জানাযা দিয়ে স্থানীয় কবরস্থানে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।
জানা যায় সোনারগাঁও পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মজিদ দারোগা বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীন ছিলেন। তাঁর একমাত্র ছেলে মজিবুর রহমান গতকাল বৃহস্পতিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাত ৮:৩৫ মারা যান তিনি। ছেলের মৃত্যুর ৫ মিনিট পরে ৮:৪০ মিনিট পর পিতাও মৃত্যুর কোলে ঢলে পড়েন।