সোনারগাঁয়ের খবর
সোনারগাঁয়ে গাঁজাসহ এক ব্যাক্তি আটক, র্যাবের দাবি মাদক ব্যবসায়ী
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সোনারগাঁয়ে গাঁজাসহ একজনকে আটক করেছে র্যাব-১১। র্যাব বলছে আটককৃত মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত ১১টায় উপজেলার নয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
আটককৃতর নাম মো. আক্তার হোসেন (৩৮)।
র্যাব-১১ উপ পরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত মাদক ব্যবসার সাথে জড়িত আসামী নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আটককৃতর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।