সোনারগাঁয়ের খবর
সোনারগাঁয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে পরিচয় গোপন রেখে
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
পল্লী কবি জসিমউদদীনের বিখ্যাত কবিতার একটি অমর বাণী-নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে। এমন এক শ্লোগানকে সামনে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে দাতার নাম প্রকাশ না করে মানবিক উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন।
মহান আল্লাহকে সন্তুষ্টির জন্য নাম প্রকাশ না করার শর্তে একজন মানবিক আর্থিক সহয়তা ও নির্দেশনা দাতার নির্দেশে এলাকার দুস্ত ও অসহায় মানুষের ঘরের দরোজায় গিয়ে উপহার সামগ্রী বুঝিয়ে দিচ্ছে।
নাম প্রকাশহীন মানবিক দাতার নির্দেশনা বাস্তবায়ন করেন সোনারগাঁ উপজেলার নয়াপুর গ্রামের কৃতি সন্তান করোনা স্বেচ্ছাসেবী রুহুল আমিন ও তার করোনা স্বেচ্ছাসেবী টিমের অন্যান্য সদস্যবৃন্দ।