সোনারগাঁয়ে মেয়র প্রার্থী হোসাইনের আয়োজনে আ’লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নিজস্ব প্রতিবে, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও পৌর মেয়র প্রার্থী ইইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইনের আয়োজনে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মীদের নিয়ে কেক কেটে আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
বুধবার সন্ধায় সোনারগাঁও পৌরসভার অভিজাত রেস্তোরা রাজধানী হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম জন্মদিনকে উপলক্ষ্য করে ছাত্ররা আনন্দন উৎসবে দিনটি উদযাপন করেন।
এতে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, সোনারগাঁ ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সফিক, এডভোকেট রবিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকির, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান হোসাইন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ শাহ, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মাহমুদুল হাসান, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ নেতা ভিপি রাসেল, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ নেতা কৃষ্ণ, রিপু,তুহিন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হৃদয় সিকদার, সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের ছাত্রনেতা নাঈম, তিতুমির কলেজ ছাত্রলীগ নেতা আকাশ,
সোনারগাঁ আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম আমিন, গাজী আরিফ, খলিল, সাজ্জাদ, সোনারগাঁ ড্রিমসের সাধারণ সম্পাদক তারেক প্রমুখ।