সোনারগাঁয়ের খবর
সোনারগাঁয়ে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ওয়াজ মাহফিলে সভাপতি না করায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃৃৃহস্পতিবার রাতে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলামের পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের সফুর উদ্দীন ও বাদশা মিয়া গংদের বিরুদ্ধে।
এ ঘটনায় ব্যবসায়ী সফিকুল ইসলাম বাদী হয়ে শুক্রবার দূপুরে সোনারগাঁ থানায় ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি তদন্ত খন্দকার মোঃ তবিদুর রহমান বলেন, একই ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। উভয় পক্ষ লিখিত অভিযোগ করেছে। তদন্ত করে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।