উপজেলা কর্মকর্তা

সোনারগাঁয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন, সন্তোষ প্রকাশ জেলা প্রশাসনের

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার “আশ্রয়ণ প্রকল্প’র” ঘর পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) সেলিম রেজা। মজিব শতবর্ষ উপলক্ষে দেশের প্রতিটি গৃহহীন মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেয়া হয় এই ঘর।

শনিবার (১০ জুলাই ) সকালে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হামছাদি ও দামােদরদি এলাকায় নির্মিত এসব ঘর ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

পরিদর্শনের সময় মুজিব শতবর্ষ উপলক্ষে সােনারগাঁ উপজেলায় নির্মিত ভূমি ও গৃহহীন অর্থাৎ “ ক ” শ্রেণির পরিবারের পুনর্বাসন ও আশ্রয়ণ প্রকল্পের বাড়িগুলাে পরিদর্শন ও উপকার ভােগীদের সাথে কথা বলেন এবং ঘরগুলাে দরপত্র উল্লেখিত চাহিদানুযায়ী মজবুত হয়েছে বলে মতপ্রকাশ করেন।

এ সময় তিনি বলেন , ঘরগুলাে ঘুরে দেখেছি। কোন ফাটল বা সহজেই নষ্ট হতে পারে বলে কোনভাবেই মনে হয়নি। পরিদর্শনের সময় সােনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মােঃ আতিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আরজুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বারসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button