সংগঠন

সোনারগাঁয়ে আনন্দ আয়োজনে ৯৯ স্পোর্টস ক্লাবের নৌ-ভ্রমণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

আনন্দ ও উৎসবমুখর পরিবেশে সোনারগাঁ ৯৯ স্পোর্টস ক্লাবের নৌ-ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (৪ মার্চ) ৯৯ স্পোর্টস ক্লাবের উদ্যোগে এই নৌ-ভ্রমণের আয়োজনে ছিল দিনভর নানা কর্মসূচী।

এদিন সকাল ৯টায় উপজেলার বৈদ্যের বাজার লঞ্চ ঘাট থেকে এ নৌ-ভ্রমণ শুরু হয়। ঘাট থেকে ক্লাবের সদস্যরা ইঞ্জিন চালিত নৌকায় সোনারগাঁয়ের নুনের টেক এর মায়াদ্বীপে যান। সেখানে তারা ক্রিকেট, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্রর আয়োজন করা হয়।

নৌ-ভ্রমণে অংশ নিয়েছিলেন ক্লাবের অন্তর্ভুক্ত ১৫টি স্কুলের শতাধিক সদস্যরা। সোনারগাঁ উপজেলার ৯৯ ব্যাচের সব শিক্ষার্থীরা এই ক্লাবের সদস্য। ক্লাবের এডমিন প্যানেল এই নৌ-ভ্রমণের আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা মাহাবুব ঢালী, নয়ন খন্দকার, মোর্শেদ আলম, ইয়ানবী, কামরুল, মাজহারুল, কাজী লিটু, রাব্বি তানভীর, নোবেল, রাসেল আবুল কালাম, মজনু, মোশাররফ, মিজানুর রহমান, রাজীব, ডা. মামুন, মুকুল, মোক্তার, নাসির, মামুন, আনোয়ার স্যাম সুমন, হাজী আনোয়ার ও রবিন খানসহ শতাধিক সদস্য।

Related Articles

Back to top button