সংগঠন
সোনারগাঁয়ে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অভিবাসী ফোরাম সদস্যদের সাথে নেতৃত্ব, সংগঠন পরিচালনা ও কমিউনিটি উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুন) সোনারগাঁ উপজেলার বেইস ট্রেনিং সেন্টারে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর আয়োজনে কুমিল্লা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদী জেলার অভিবাসী ফোরাম সদস্যদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত চলে এই আলোচনা সভা।
ওকাপ এর প্রোগ্রাম কো অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, ওকাপ এর নির্বাহী পরিচালক ওমর ফারুক চৌধুরী ও চেয়ারম্যান শাকিরুল ইসলাম।
এ সভায় স্থান পায় বর্তমান সময়ের অভিবাসী ফোরামের হালনাগাদ অবস্থান, ফোরামের নেতৃত্ব, সংগঠন পরিচালনা, কমিউনিটি উদ্বুদ্ধকরণ ও ফোরাম সদস্যদের মতামত গ্রহণ।