সোনারগাঁয়ের হেফাজত ইস্যু : মধ্য রাতে গ্রেফতার কাউন্সিলর ফারুক আহমেদ তপন
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
হেফাজতের সহিংসতার মামলার আসামী সােনারগাঁও পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে তার নিজ বাড়ি থেকে শনিবার মধ্যরাতে গ্রেফতার করে পুলিশ। এ পর্যন্ত ৭ মামলায় পুলিশ ৬৩ জনকে গ্রেফতার করেছে। এই ৭ মামলায় ৪৪৬ জনের নাম উল্লেখ করে ১৮০০ জনকে আসামী করা হয় ।
সােনারগাঁ থানার পরিদর্শক ( তদন্ত ) খন্দকার তবিদুর রহমান জানান, হেফাজত ইস্যুতে রয়েল রিসাের্টে , আওয়ামীলীগ অফিস ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়ি ভাঙচুর, মহাসড়কে অগ্নিসংযােগ ও নাশকতা মামলার আসমী কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ । সে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমানে জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত।
উল্লেখ্য , গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সােনারগাঁয়ে রয়েল রিসাের্টে হেফাজতের যুগ্ন মহাসচিব মামুনুল হক এক নারী সহ আবরুদ্ধ হয় । এ ঘটনায় হেফাজত অনুসারীরা রয়েল রিসাের্টে , আওয়ামীলীগ অফিস ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়ি ভাঙচুর ও মহাসড়কে অগ্নিসংযােগ করে নাশকতা চলায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ২ টি ও ক্ষতিগ্রস্তরা বাদি হয়ে ৫ টি মামলা দায়ের করেন ।