সোনারগাঁয়ের খবর
সোনারগাঁয়ের গোলাম মসীহ্ এখন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব
পত্রিকার পাতা থেকে, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কৃতি সন্তান সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ এখন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের (এমপি) রাজনৈতিক সচিব হিসেবে এই নিয়োগ পেয়েছেন।
সাবেক এই রাষ্ট্রদূত গোলাম মসীহ রাজনৈতিক সচিব হিসেবে এই নিয়োগের আগেও তিনি ২০১৪ বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গতকাল সোমবার বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব এম মামুন হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গোলাম মসিহ আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের তৎকালীন এমএলএ মরহুম আব্দুল আউয়ালের তৃতীয় ছেলে। তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।