নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪৯ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।
রোববার (২১এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার নানাখী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ এইচ এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন।
আটক দু’জন হলেন, উপজেলার নানাখী গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে, মোঃ আঃ রহমান (৫২), একই এলাকার মৃত আজিমুদ্দিনের ছেলে, মোঃ বাবুল (৬০)।
ওসি এইচ এম কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বিপুল পরিমান জালনোটসহ একটি চক্র নানাখী বাজার ফজল খাঁন মাঠ এলাকায় অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে এস আই মেহেদী হাসান খাঁনের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।