সোনারগাঁয়ে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এছাড়াও বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আজ বৃহস্পতিবার (১৭ মে) সকাল ১০টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান চলে।
জানা যায়, সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর, চেঙ্গাইন ও ললাটিসহ ৩ হাজার আবাসিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের শাইরা গার্ডেন ও আন্দিরপাড়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় ৫ কিলোমিটার ব্যবহৃত পাইপ লাইন জব্দ করা হয়।
তিতাসের ডিজিএম প্রকৌশলী মো. সুরুজ আহমেদ বলেন, আমরা পর্যায়ক্রমে নারায়ণগঞ্জের সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করবো।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্টেট আনিকা আক্তার, তিতাসের ডিজিএম মো. সুরুজ মিয়া, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এরশাদ মাহমুদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক রিফাত আব্দুল্লাহ, ডেপুটি ম্যানেজার প্রকৌশলী রিয়াজুল ইসলাম ও ৫০ জন পুলিশ কর্মকর্তা।