সোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে স্ত্রী’র হাতে স্বামী হত্যা

নিজস্ব সংবাদদাতা :


নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে স্ত্রী’র হাতে স্বামী হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী রোজিনা বেগমকে (৪২) জিজ্ঞাসাবাদের জন্য সোনারগাঁ থানা পুলিশ আটক করেছেন।

আজ শুক্রবার বিকেলে উপজেলার কাচঁপুর সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বামী শাহজাহান(৪৮) চাঁদপুর জেলার শাহরাস্তি এলাকার মৃত শরীফ ভান্ডারীর ছেলে ও কাচঁপুর সোনাপুর গ্রামের আক্কাস আলীর ভাড়াটিয়া।

নিহতের স্বজনরা জানান, নিহত শাহাজাহানের ২য় স্ত্রী রোজিনাকে নিয়ে কাচঁপুর এলাকার আক্কাস আলীর বাড়ীতে ভাড়া থাকতেন। শুক্রবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ২য় স্ত্রী রোজিনা বেগম তার স্বামী শাহাজাহানের অন্ডকোষে আঘাত করেন। এসময় শাহাজাহান কে আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত ২য় স্ত্রী রোজিনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button