নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি” এই পতিপাদ্যকে সামনে সোনারগাঁয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. সামছুল ইসলাম ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, প্যানেল মেয়র জাহেদা আক্তার মনি, নারী নেত্রী আলেয়া আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৪ জন সফল নারীকে শ্রেষ্ঠ জয়ীতার বিভিন্ন ক্যাটাগরীতে জয়িতা পদক প্রদান করা হয়। পুরস্কার বিজয়ীরা হচ্ছেন: উম্মে সালমা, শামসুন্নাহার, হেলেনা আক্তার ও মনোয়ারা বেগম ।