নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৬ বোতল বিদেশি মদসহ দুইজনকে আটক করেছে তালতলা তদন্ত পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের ঢাকা-জয়দেবপুর মহাসড়কের আমবাগ ফকির ফ্যাশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আমবাগ গ্রামের মো. জলিলের ছেলে মো. মোবারক ও একই এলাকার তাহের দেওয়ানের জামাই মো. হাছান।
পুলিশ জানায়, শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তালতলা তদন্ত কেন্দ্রের এ এস আই ইলিয়াছ ও এ এস আই শাহীনের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-জয়দেবপুর মহাসড়কের আমবাগ ফকির ফ্যাশনের বাউন্ডারির গেটের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাকির রব্বানি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল এশিয়ান হাইওয়েতে অভিযান চালিয়ে ৬ বোতল বিদেশি মদসহ দু’জনকে আটক করে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দিয়েছে বলে তিনি জানান। তাদের আজ রোববার সকালে জেলা আদালতে প্রেরণ করা হবে বলেও তিনি জানান।