ধর্মরাজনীতি

ভোট প্রদানে ইসলামের দৃষ্টিভঙ্গি

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :


নেতা বা দায়িত্বশীল নির্বাচনে ভোট একটি পবিত্র আমানত। ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’- ভোট প্রদানে এমন বক্তব্য বা মনোভাব ইসলাম সমর্থন করে না।

গণতান্ত্রিক ব্যবস্থাপনায় ভোটের গুরুত্ব অপরিসীম। এ ভোট প্রদানের মাধ্যমেই মানুষ তাদের রাষ্ট্র পরিচালনায় একজন প্রতিনিধিকে দায়িত্ব প্রদান করে। যে প্রতিনিধি মানুষের কল্যাণে কাজ করবে।

ভোট যেহেতু মানুষের পবিত্র আমানত। আর এ ভোট প্রদানের মাধ্যমে একজন প্রতিনিধি সমাজের দায়িত্বশীল হবে। সুতরাং মানুষের প্রতিনিধিকে হতে হবে অবশ্যই সৎ, যোগ্য, সুশিক্ষায় শিক্ষিত ও দায়িত্বপালনে নিরপেক্ষ। সর্বোপরি দায়িত্ব পালনে অন্তরে জবাবদিহিতার ভয় পোষণকারী।

অসৎ অযোগ্য অশিক্ষিত ও পক্ষপাতদুষ্ট ব্যক্তিকে ভোট দিয়ে প্রনিতিধি নির্বাচন করলে জাতির ভাগ্যে মন্দ বা ধ্বংসাত্মক ছাড়া ভালো কিছু হবে না।

আর খারাপ ব্যক্তি যদি প্রতিনিধি নির্বাচিত হয়ে খারাপ কাজে নিজেকে নিয়োজিত করে তবে দুনিয়া ও পরকালে অকল্যাণ ছাড়া কোনো কিছুই পাবে না ভোট প্রদানকারী ব্যাক্তি, সমাজ ও রাষ্ট্র।

আর যারা অযোগ্য ব্যক্তিকে ভোট দেবে তার (প্রতিনিধির) সব অযোগ্যতার মন্দ পরিণতিও ভোটদানকারীকেই বহন করতে হবে। সুতরাং ভোট প্রদানের ইসলামি দৃষ্টিভঙ্গি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো-

ইসলামের দৃষ্টিতে ভোট হচ্ছে ৩টি বিষয়ের সমষ্টি-> সাক্ষ্য প্রদান করা> সুপারিশ করা> প্রতিনিধিত্বের ক্ষমতা প্রদান করা সাক্ষ্য প্রদানপ্রতিনিধি নির্বাচনে যারা ভোট প্রার্থী, তাদের মধ্য থেকে কোনো একজনকে ভোট দেয়ার অর্থ হলো- এ সাক্ষ্য প্রদান করা যে, লোকটি ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব পালনে সৎ ও যোগ্য।

সূত্র- জাগো নিউজ /-

Related Articles

Back to top button