রাজনীতি

সোনারগাঁয়ে থানা আ’লীগের কমিটিতে বড় ধরনের রদবদলের ইঙ্গিত

নিজস্ব সংবাদদাতা :


সোনারগাঁয়ে থানা আওয়ামী লীগের ভালো ভালো নেতা বাদ যাবে কমিটি থেকে! গত ৭ জানুয়ারির নির্বাচনে নৌকার জন্য যারা কাজ করে নাই, যাদেরকে মাঠের রাজনীতিতে পাওয়া যায় নাই, তাদের বাদ দিয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কমিটিতে নতুন সেটাপ আনা হবে।

জেলা ও কেন্দ্র ঘোষিত কমিটির মূল তিনজন ছাড়া সব জায়গায় পরিবর্তন আসবে।

ঈদের পরপরই ইউনিয়নের পুরাতন কমিটিগুলি বিলুপ্ত করে নতুন করে আহবায়ক কমিনিটি দেয়া হবে।

উপজেলা পরিষদ নির্বাচনে যারা চেয়ারম্যান প্রার্থী তাদের কাউকেই দল থেকে সমর্থন দেয়া হয় নাই। দেয়া হবেও না।

তারা এই রমজানে কে কোথায় আছে বলেন? সাংবাদিকদের জন্যও তারা কিছুই করছেন না, জনগণের পাশেও নাই, সমাজ সেবা মূলক কাজেও তাদের কোথাও দেখা যাচ্ছে না। তারা আবার জনগণের ভোটে নির্বাচিত হতে চায়!

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম আজ রবিবার এক ইফতার মাফিলের অনুষ্ঠানে এসব কথা বলেন।

Related Articles

Back to top button