দেশের তীব্র তাপপ্রবাহ থেকে পরিত্রাণে জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান আল্লাহ্ তায়ালার অবারিত রহমত তথা বৃষ্টি কামনা করে সালাতুল ইস্তিসকা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৭এপ্রিল সকালে সোনারগাঁ উপজেলা উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে দুটি স্থানে এসব ইস্তিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা এই নামাজ বাস্তবায়ন করেন।
এর আগেও সোনারগাঁ উপজেলা উত্তর জামায়াতের উদ্যোগে গতবুধবার ২৪ এপ্রিল সকালে কাঁচপুর এলাকার রহীম ষ্টীল মিলের খোলা মাঠে সালাতুল ইস্তিসকা আদায় করেছেন তারা।
সোনারগাঁ দক্ষিণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বালুয়া দিঘিরপার হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা নূর হোসেন।
সোনারগাঁ উত্তরে ইমামতির দায়িত্ব পালন করবেন রহীম স্টীল মসজিদের সম্মানিত ইমাম ও খতীব হযরত মাওলানা মোঃ আদেল শরীফ।