নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কিছু সুবিধাবাদী দুষ্কৃতকারী একটি বাড়িতে লুটপাট ও ভাংচুর করে চলে যাওয়ার সময় একজনকে গণধোলাই দিয়ে সেনাবাহিনীর হাতে সোপর্দ করেন ঐ বাড়ির আশেপাশের লোকজন।
বুধবার রাত সাড়ে নয়টার সময় উপজেলার হাতখোপা এলাকার কাশেম মোল্লা ও তার ভাই জাহের মোল্লার বাড়িতে দেশীয় অস্ত্রধারী ১০/১২ জনের একটি দল লুটপাট ও ভাংচুর করে চলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
হামলার শিকার কাশেম মোল্লা বলেন,আলমগীর, মোহন, আমির, জামাল, ইয়াসিন, পনির, অনিক, রানা ও অজ্ঞাত আরো কয়েকজন এই হামলা চালায়। তারা বিএনপি নামধারী সুবিধাবাদী। তারা বিএনপিকে কলঙ্কিত করতে চায়। এ সময় পৌর-ভবানাথপুরের মৃত আব্দুল বারেকের ছেলে মোহনকে আমাদের বাড়ির আশেপাশের লোকজন ধরে গণধোলাই দিয়ে সেনাবাহিনীর হাতে সোপর্দ করেন। পরে আমি সোনারগাঁ থানার সামনে যাইয়া টহলরত সেনাবাহিনীর সদস্যদের অনুরোধ করে তাকে ছাড়িয়ে দেই।