সোনারগাঁও প্রেস ক্লাবের নতুন কমিটিকে সোহাগ রনি’র শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সোনারগাঁও প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহ মোহাম্মদ সোহাগ রনি।
সোমবার দুপুরে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে নব নির্বাচিত কমিটির সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকসহ অন্যান্য সদস্যকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানান তিনি।
এ সময় সোহাগ রনি সোনারগাঁও প্রেস ক্লাবের সাংবাদিকদের সকল ইতিবাচক কাজের সাথে থাকার আশ্বাস দিয়ে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক।
সাংবাদিকরাই পারে তাদের লিখনির মাধ্যমে সমাজকে পরিবর্তন করতে। তিনি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার ঘোষণা দেন। নতুন কমিটি আরো গতিশীলভাবে কাজ করার আহবান জানান তিনি।
এ সময় সোহাগ রণির সাথে ছিলেন সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সজল চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক অর্নি ইসলামসহ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
এদিকে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পদক আবুবকর সিদ্দিক, সহসভাপতি মোক্তার হোসেন মোল্লা, যুগ্ম সম্পাদক আকতার হাবীব, রবিউল হুসাইন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সাংবাদিক কল্যান সম্পাদক মাহবুবুল ইসলাম সুমন, ক্রীড়া সম্পাদক মাসুম মাহমুদ, নির্বাহী সদস্য মনির হোসেন, শামসুল আলম তুহিন, মাহবুব হোসেন, আবুল বাশার, কবির হোসেন, হুমায়ন কবির প্রমূখ।