সোনারগাঁও পৌরসভা যুবলীগের সাধারন সম্পাদকের পিতা হাসান আলীর ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সোনারগাঁও পৌরসভা যুবলীগের সাধারন সম্পাদক ফয়জুল হাসান (বাবু’র) পিতা জনাব হাসান ইফতিয়ার মাহাবুব ওরফে হাসান আলী(৭০) শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
সোনারগাঁও পৌরসভা যুবলীগের সাধারন সম্পাদক ফয়জুল হাসান (বাবু’র) পিতার ইন্তেকালে সোনারগাঁ টাইমস পরিবারের পক্ষথেকে প্রকাশক হাজী মোহাম্মদ শাকিল রানা গভীর শোক প্রকাশ ও দু’আ কামনা করেছেন।
সোনারগাঁ টাইমস এর প্রকাশক হাজী মোহাম্মদ শাকিল রানা বলেন, মরহুমের মাগফিরাত কামনা করছি, জান্নাতের উঁচু মাকাম কামনা করছি ও পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তাওফিক কামনা করছি।
মৃত্যুর আগে করোনায় আক্রান্ত হয়ে গত এক সপ্তাহ ধরে তিনি আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার সকাল ১০ টায় ঐতিহ্যবাহী টিপুরদী ঈদগা প্রাঙ্গণে জানাজা শেষে সামাজিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
তার আগে হাসপাতাল থেকে গতরাতেই তার লাশ প্রথমে নিজ বড়ি টিপুরদীতে নেওয়া হয়। পরে জানাজা ও দাফনের জন্য মরহুমের লাশ ঐতিহ্যবাহী টিপুরদী ঈদগা প্রাঙ্গণে নেওয়া হয়।