সোনারগাঁয়ের খবর
সোনারগাঁও পৌরসভার উদ্যোগে ৫০ হাজার মাস্ক বিতরণ
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সোনারগাঁও পৌরসভার উদ্যোগে পৌরবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫০ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। এর আগে করোনা শুরু হওয়ার পর পৌরসভার উদ্যোগে বিভিন্ন করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোনারগাঁও পৌরসভার সচিব মো. সামসুল আলম জানান, করোনা ভাইরাস মোকাবেলায় সোনারগাঁও পৌরসভার মেয়র সাদেকুর রহমান ভুঁইয়া মহোদয়ের উদ্যোগে গত বছর খাদ্য সামগ্রী, মাস্ক, হ্যান্ড স্যানেটাইজারসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী প্রদান করেছি। এবার করোনার ২য় ঢেউয়ে আমরা জনসচেতনা বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন উপকরনের পাশাপাশি পৌরবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয় কাউন্সিলদের মাধ্যমে ৯টি ওয়ার্ড, ১০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টান, ৮টি মাদ্রসা ও বিভিন্ন পূজা মন্ডব ৫০ হাজার মাস্ক বিতরণ করেছি।