সৃষ্টিকে ভালোবাসার মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জিত হয়- সাইফুদ্দীন আহমদ আল হাসানী
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
গৌরবময় বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে মইনীয়া যুব ফোরাম, সোনারগাঁও শাখার উদ্যোগ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী উপস্থিত হাজারো আশেকে রাসুল’দের উদ্দেশ্যে বলেন, মহান আল্লাহ্ অনেক ভালোবাসা দিয়ে সৃষ্টিকুল সৃজন করেছেন। তাই সৃষ্টিকে ভালোবাসার মাঝেই স্রষ্টার ভালোবাসা নিহিত। মহান আল্লাহ্ মানবজাতিকে সৃষ্টিজগতের মাঝে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাই মানবপ্রেমই সকল ধর্মের মর্মকথা। বিশেষত ইসলাম মানবতাকে সমুন্নত করেছে। আমাদের প্রিয় নবিজী, রহমাতুল্লিল আ’লামিন (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হলেন মানবতার মহান দূত। তিনি অন্ধকারে আচ্ছন্ন যুগে পৃথিবীতে আবির্ভূত হয়ে সাম্য, ন্যায় ও মানবতাকে প্রতিষ্ঠিত করেছেন। সুফি সাধক, অলি আল্লাহ্গণও মানুষকে ভালোবাসার মাধ্যমে মহান আল্লাহ্ সান্নিধ্য অর্জন করার পথ দেখিয়েছেন। তাই অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।
সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী আরো বলেন, “২০১৪ সালে ‘মইনীয়া যুব ফোরাম’ প্রতিষ্ঠিত হয়েছে দেশ ও মানবতার সেবায় যুবসমাজকে নিয়োজিত করার লক্ষ্য নিয়ে। মাদক, জঙ্গিবাদ, যৌতুক, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে তারা কাজ করছে। করোনা সংকটে ত্রাণ ও সুরক্ষা সামগ্রী বিতরণ ও জনসচেতনতা গড়ে তোলার মাধ্যমে তারা দেশের প্রতি নিজেদের দৃঢ় প্রত্যয়ের পরিচয় দিয়েছে। একইভাবে আগামী দিনগুলোতে দেশের যে কোন দূর্যোগে মইনীয়া যুব ফোরাম অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ্।
মঙ্গলবার বিকেলে সাদিপুর ইউনিয়নের দেওভোগ গ্রামে মইনীয়া যুব ফোরাম সোনারগাঁ শাখার প্রতিনিধি মোঃ আবু সাঈদ সালেকের সভাপতিত্বে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এন এম ইয়াছিনুল হাবিব, মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ আসলাম হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান হারুন।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী অফিসার ওমর ফারুক, মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মোহাম্মদ কাশেম মাইজভাণ্ডারী, মোঃ মহিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল বাতেন, সাদিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মোঃ রফিকুল ইসলাম, শেখ রাসেল পরিষদের নারায়ণগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ কায়সার, তথ্য ও প্রযুক্তি লীগ নারায়ণগঞ্জ শাখার সাবেক সভাপতি মোঃ শাহ্জালাল। স্থানীয় খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রাহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে, হুযুরপুর নূর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রতি দরূদ ও সালাম পেশ শেষে বিশ্ববাসীর কল্যাণ, মুসলিম উম্মাহর একতা, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী। হাজারো আশেকে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মুনাজাতে অংশগ্রহণ করেন।