নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় অবস্থিত সিনহা ওপেক্স গ্রুপের কারখানাটি বন্ধ ঘোষণা করে দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কারখানা মালিকপক্ষ।
মালিকপক্ষ এতে জানায়, ২০২১ সাল থেকে আর্থিক ক্ষতি হয়া সত্ত্বেও ঋণ ও জমি বিক্রি করে সকলের বেতন ভাতা ও অন্যান্য খরচ বহন করে প্রতিষ্ঠান। তবুও করোনা মহামারি, অর্ডারের অভাব, শ্রমিকদের বিশৃঙ্খলা, কাজে অনীহা ও অদক্ষতা এবং সময় সময়ে কারখানা বন্ধ রাখায় কারাখানা খোলার পরিবেশ বিনষ্ট হয়ে যাওয়ায় এবং মালিকের অর্থিক অবস্থার চরম অবনতি ঘটায় বর্তমানে কারখানা আর চালানো সম্ভব নয়।
এসময় বকেয়া বেতন সহ পাওনাদি পরিশোর ক্ষেত্রে শ্রম মন্ত্রনালয় ও শ্রম অধিদপ্তর বিজিএমইএ, শ্রমিক প্রতিনিধি সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বিষয়টি নিশ্চিত করে সিনহা গ্রুপের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) কমান্ডার বানিজ আলী (অবঃ) জানান, এটি মালিক পক্ষের সিদ্ধান্ত।