সংবাদ মাধ্যম
সােনারগাঁ উপজেলা চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছে না.গঞ্জ প্রেস ক্লাব
নিউজ ডেস্ক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সােনারগাঁ উপজেলা পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষিত চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এড. সামসুল ইসলাম ভূঁইয়াকে অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এক বার্তায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে সভাপতি খন্দকার শাহ্ আলম ও সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ তাকে এ অভিনন্দন জানান।
সম্প্রতি সােনারগাঁ উপজেলা পরিষদের উপ নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
এড. সামসুল ইসলাম ভূঁইয়া নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য। তিনি সোনারগাঁও প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতিা ছিলেন, বর্তমানে উপদেষ্টা। এছাড়াও এড. সামসুল ইসলাম ভূঁইয়া সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ আহবায়ক কমিটির আহবায়ক।