সােনারগাঁয়ে বঙ্গবন্ধু গােল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :
মাদক ছাড়াে, খেলা ধরাে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে সােনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নে বঙ্গবন্ধু গােল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৪ মার্চ ) হাজী আবুল হােসেন রতনের আয়ােজনে সনমান্দি ইউনিয়ন ২ নং ওয়ার্ডে খন্দকার দড়িকান্দা মাঠ প্রাঙ্গনে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলায় অংশ গ্রহণ করেছে দুটি দল মুস্তারাবাদ বনাম সােনারগাঁ কিংস ক্লাব।
উক্ত খেলায় মুস্তারাবাদ বনাম সােনারগাঁও কিংস ক্লাব দুটি দলেরই ১-১ গােলে খেলাটি ড্র হয়।
এ সময় সনমান্দি ইউনিয়ন চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , নারায়ণগঞ্জ-৩, সােনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হােসেন খােকা।
উদ্ভোদক হিসেবে উপস্থিত সােনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, সােনারগাঁ থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, বারদী ইউনিয়ন চেয়ারম্যান মােঃ জহিরুল হক, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, সােনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মােহাম্মদ আলী হায়দার, সনমান্দি ইউনিয়ন জাতীয়পার্টির আহব্বায়ক আবুল হােসেন, জামপুর ইউনিয়ন জাতীয়পার্টির আহব্বায়ক আশরাফুল ভূইয়া মাকসুদসহ অন্যান্য নেতাকর্মীরা।