সাবেক ছাত্র নেতা রাশেদ শতাধিক নেতাকর্মী নিয়ে কায়সারের সাথে যোগ দিয়ে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানান
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :
সোনারগাঁয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের ডাকে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক সংগ্রামী ছাত্র নেতা মামুন আহমেদ রাশেদ শতাধিক নেতাকর্মী নিয়ে কায়সারের সাথে যোগদান করেছেন।
বুধবার দুপুরে মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত পার্টি অফিসের সামনে এসে সংগ্রামী নেতা মামুন আহমেদ রাশেদ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কায়সারের নেতৃত্বে যোগদান করেন। এসময় তাদেরকে রোদে দাড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে, সোনারগাঁয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে।
ভাঙচুর হওয়া আওয়ামী লীগের কার্যালয় ও বাড়ি পরিদর্শন করতে আসেন কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুর আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, বাহাউদ্দিন নাছিম এমপি, দপ্তর সম্পাদক বিল্পব বড়ুয়া, একে এম শামীম ওসমান এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, মৃণালকান্তি এমপি, সাবেক এমপি কায়সার হাসনাতসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।