সাদিপুরে মেম্বার প্রার্থী জামান মোল্লা নির্বাচনী প্রচারনায় এগিয়ে
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারনায় সাদিপুর ইউনিয়ন পরিষদ ৫নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী জামান মোল্লা প্রচারনায় এগিয়ে রয়েছেন।
তিনি নির্বাচন তফসিল ঘোষনার পর থেকেই ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লা গ্রামে ও বাজারে সাধারন মানুষের সাথে তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন ও সমাধানে জন্য মত বিনিময় করেন।
রবিবারদিন ওয়ার্ডের রাজবাড়ী, চোত্রাপাশা, চেয়ারম্যানপাড়া, আদমপুর বড়গাওসহ বেশ কিছু এলাকায় ব্যাপক গনসংযোগ করেন।
এসময় তাকে পেয়ে ষাটোর্ধ একজন বৃদ্ধ আবেগ আপ্লোত হয়ে বুকে জড়িয়ে ধরেন এবং ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশ্বস্ত করেন। শতশত নারী পুরুষ হাত নেরে তাকে শুভেচ্ছা জানান এবং শুভ কামনা করেন ।
জামান মোল্লা বলেন, গত এক বছর ধরে আমি এ এলাকার জনগনের বিভিন্ন দুংখ দুর্দশা লাগবে কাজ করে যাচ্ছি। করোনাকলীন সময়ে তাদের জন্য ত্রাণ মাস্ক ও বিভিন্ন সচেতনতামূলক কাজ করেছি। আশা করি জনগন আমাকে আপন করে নিবে এবং ২৮ তারিখ ভোটের দিন ব্যালট পেপারের মাধ্যমে আমাকে জয়যুক্ত করবে।
এলাকাবাসী জানান, জামান মোল্লা একজন সৎ নির্ভীক ও ন্যায়পরায়ন পরোপকারী তরুন নেতা। আমাদের এলাকার উন্নয়নে ও সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং দমনে জননেন্ত্রী শেখ হাসিনার অন্যতম হাতিয়ার হিসেবে এবং সমস্ত অপশক্তিকে রুখে দিতে তার কোন বিকল্প নেই।