সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন
নিজস্ব প্রতিবে, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং তাঁকে হেনস্তার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করা হয়েছে স্থানীয় সকল সাংবাদিকবৃন্দের পক্ষথেকে ।
বুধবার সকাল সাড়ে দশটায় মানববন্ধন শেষে সাংবাদিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে এই কর্মসূচি পালন করেন।
সাংবাদিক ফরিদ হোসেনের সঞ্চালনায় মানবন্ধনে বক্তারা বলেন, সরকারের ভাবমূর্তি বিশ্বের কাছে ক্ষুণ্ন করার চেষ্টার অংশ হিসেবে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করা হয়েছে। সাংবাদিকেরা তথ্য নিতে গিয়ে হরহামেশা সরকারি কর্মকর্তাদের হয়রানির শিকার হচ্ছেন। নিজেদের অপকর্ম ঢাকতে তাঁরা বারবার মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের কলম আটকানোর চেষ্টা করে যাচ্ছেন।
এসময় সাংবাদিকরা স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক ও উপ-সচিব জেবুন্নেসার পদত্যাগ ও সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি তুলে স্লোগান দেওয়া হয়।