সাংবাদিকের পিতা আবুল হাসেম এর রোগমুক্তির জন্যে দোয়ার আহবান
ডেস্ক রিপোর্টে, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম : নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার সাংবাদিক নেতা ও দৈনিক মানবজমিন পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি আবু বকর সিদ্দিকের প্রিয় বাবা আবুল হাসেম এর রোগমুক্তির জন্যে তিনি ও তার পরিবার দোয়ার আহবান করেছেন সহকর্মী, সুধী,বন্ধু ও পরিচিত সকলের কাছে।
সাংবাদিকের পিতা আবুল হাসেম ব্রেণ স্টোকে আক্রান্ত হয়ে জীবন মরণ সন্ধিক্ষণে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি রয়েছেন।
সোনারগাঁয়ের প্রিয় সাংবাদিক নেতা আবু বকরের পিতার জন্য পুত্রের দোয়ার আকুতিতে আমরা এই দোয়া করতে পারি-
হে আল্লাহ ওনার বর্তমান অসুস্থতাসহ যাবতীয় রোগ থেকে মেহেরবাণী করে পূর্ণ শিফা দান করেন।
হে আল্লাহ আবু বকর ভাই এর পিতাকে হায়াতে তাইয়্যেবা দান করেন।
اَذْهَبِ الْبَأْسَ رَبَّ النَّاسِ – وَاشْفِ اَنْتَ الشَّافِي – لَا شِفَاءَ اِلَّا شِفَائُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقْمًا
হে মানুষের প্রতিপালক! এ রোগ দূর কর এবং আরোগ্য দান কর, তুমিই আরোগ্য দানকারী। তোমার আরোগ্য ব্যতিত কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য, যা বাকী রাখে না কোনো রোগ।
আমিন ইয়া রাব্বুল আলামিন।