সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- এইচ এম মাসুদ দুলাল
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলাবাসী তথা দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁয়ের কৃতি সন্তান,বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন,(সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি)। সহ সম্পাদক, সাবেক কেন্দ্রীয় উপ-কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ, তারণ্যের আইডল এইচ এম মাসুদ দুলাল।
“দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। এই খুশি যেন আমাদের আনন্দের অসীম ধারা।
তাই দেশের দুঃস্থ, দরিদ্র ও সঙ্গতিহীন মানুষের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান শ্রেণীর জনগণ ঈদের এই আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেবেন বলে আমি আশা প্রকাশ করছি।
ঈদুল ফিতর উপলক্ষে তিনি আরো বলেন, সবাইকে আবারো ঈদের আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারাক!
সবার জন্য দোয়া, যেন নিজ নিজ সাধ্যের মধ্যে থেকে খুবই উৎসব মুখর ভাবে সব শ্রেণী পেশার মানুষের মাঝে যেন হয় আমাদের ঈদের আনন্দ ভাগাভাগি।
দেশে ও দেশের বাইরে অবস্থানরত আমার প্রিয় সোনারগাঁ উপজেলার প্রতিটি নাগরিকসহ সকল দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। “ঈদ মোবারক”