সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়নের দৌলতপুর গ্রামে আসন্ন ঈদকে সামনে রেখে গ্রামের দরিদ্র জনসাধারণের মাঝে উপহার হিসেবে ঈদের খাদ্য সামগ্রী দিয়েছে হক ফাউন্ডেশন। উপহার সামগ্রীতে ছিল পোলাও চাল, তেল, সেমাই, চিনি ও দুধ।
হক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আমেরিকা প্রবাসী সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট নুরুল হক। সমাজিক সংগঠন ব্রাইট সোনারগাঁও এর ব্যাপস্থাপনায় গ্রামের প্রায় শ’খানেক পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়৷
এসময় উপস্থিত ছিলন, দৌলতপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক হাজী আব্দুল বাতেন, মাওলানা শাহ আলম, ব্রাইট সোনারগাঁও সংগঠনের সভাপতি আকতার হাবিব, সদস্য সোহাগ হোসেন প্রমুখ।
এ বিষয়ে সামাজিক সংগঠন ব্রাইট সোনারগাঁও এর সভাপতি আকতার হাবিব বলেন, “ঈদে হাসি ফুটুক সবার মুখে, সেমাই-চিনি ঘরে ঘরে”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরই চেষ্টা করি আমাদের এলাকার মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। যাতে তারা অন্তত একদিন পরিবার নিয়ে ভালো খেতে পারে। এবছরও আমরা সে প্রচেষ্টায় ব্রত হয়েছি। এবছর গ্রামের দরিদ্র মানুষদের মুখে হাসি ফোটানোর এ কাজে এগিয়ে এসেছেন হক ফাউন্ডেশন। আশাকরি সামনের দিনগুলোতেও আমরা সম্মিলিত ভাবে কাজ করতে পারবো।